উভয় বাজারে লেনদেন বেড়েছে

দেশের উভয় শেয়ারবাজারে আজ সোমবার লেনদেন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক বেড়েছে। আজ আর্থিক প্রতিষ্ঠানের খাতের বেশির ভাগ শেয়ারের দাম বাড়লেও ব্যাংকিং খাতের শেয়ারের দরে ছিল নিম্নগামী প্রবণতা।
ডিএসইতে আজ সোমবার ৩১৮টি কোম্পানির ১০ কোটি ৫৭ লাখ ৩৭ হাজার ২৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৫১৯ কোটি ৬৪ লাখ ৪ হাজার ২১৪ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ১০১ কোটি ৬১ লাখ টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত ছিল ৪৬টির।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ১০.৯৩ পয়েন্ট বেড়ে ৪৮৪১.৬২, ডিএস-৩০ মূল্যসূচক ৫.১১ পয়েন্ট বেড়ে ১৮৫৫.৯১ এবং ডিএসইএস শরিয়াহ সূচক ১.২৯ পয়েন্ট বেড়ে ১১৮৭.১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ৩৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। লেনদেন হওয়া ২৩৬ কোটি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত ছিল ৩৭টির দাম।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : কেপিসিএল, বিএসআরএম স্টিল, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড এয়ার, সাইফ পাওয়ার, আমান ফিড, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট ও আইডিএলসি।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : সপ্তম আইসিবি, বঙ্গজ লিমিটেড, নর্দার্ন জুট, জাহিন টেক্সটাইল, ফিনিক্স ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, কাশেম ড্রাইসেল, শাশা ডেনিমস, এপেক্স স্পিনিং ও ঢাকা ডায়িং।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : বিবিসি, মুন্নু স্টাফলার, বিডি অটোকারস, জিলবাংলা সুগার, আমান ফিড, আনোয়ার গ্যালভানাইজিং, মেঘনা সিমেন্ট, লিগ্যাসি ফুটওয়্যার, এইমস ১ম মি. ফা., জিপিএইচ ইস্পাত।