আমান ফিডের দাম বেড়েছে ৬২ টাকা

তালিকাভুক্তির পর প্রথম কার্যদিবস আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিবিধ খাতের কোম্পানি আমান ফিডের দাম বেড়েছে ১৭২ দশমিক ২২ শতাংশ বা ৬২ টাকা। লেনদেন শুরুর সময় এর দাম ছিল ৩৬ টাকা।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিনভর এ শেয়ারের দাম ৫৪ টাকা ৯০ পয়সা থেকে ১০৩ টাকার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ৯৮ টাকায়, যা সমন্বয় শেষে দাঁড়ায় ৯৮ টাকা ২০ পয়সা।
নতুন এই শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ রয়েছে। প্রথম দিনের লেনদেনে এর প্রতিফলনও ছিল। আজ ৫৫ হাজার ৮৯৯ বারে এর মোট এক কোটি ১০ লাখ ৩৭ হাজার ১৮৮টি শেয়ার লেনদেন হয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এ শেয়ারের দাম বেড়েছে ৬০ টাকা। এই বাজারে ১৫ হাজার ৬৪৫ বারে এর ২৭ লাখ ৫০ হাজার ৯৪১টি শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিটির অনুমোদিত মূলধনের পরিমাণ ১৫০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৮০ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ১২৪ কোটি ৬৩ লাখ। কোম্পানিটির শেয়ারসংখ্যা আট কোটি। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৭৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২ দশমিক ৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ২২ দশমিক ৫ শতাংশ।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (মার্চ-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯৭ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল এক টাকা চার পয়সা।
কোম্পানিটির আইপিও শেয়ার বণ্টনে লটারি হয় গত ২৪ জুন। এর আইপিওতে মোট ৯১০ কোটি ১৯ লাখ ২৩ হাজার ২০০ টাকার আবেদন জমা পড়েছিল, যা চাহিদার চেয়ে ১২ দশমিক ৬৪ গুণ বেশি।
চলতি বছরের এপ্রিলে ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৬ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ার ৩৬ টাকায় ইস্যুর অনুমোদন দেয় শেয়ারবাজার নিয়ন্ত্রকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আমান ফিড ২০০৫ সালের ৭ ফেব্রুয়ারি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়। ২০০৬ সালের ১২ জুলাই কোম্পানিটি বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। কোম্পানিটি পোলট্রি, মাছ, চিংড়ি ও গরুর খাদ্য উৎপাদন ও বিপণন করে থাকে।