বিনিয়োগকারীদের সিদ্ধান্তহীনতায় মূল্যসূচক পতন

দেশের শেয়ারবাজারের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা দ্রুত মুনাফা তুলে নিতে স্বল্প সময়ে বিক্রির আদেশ দিচ্ছে। ব্যক্তিশ্রেণির বড় বিনিয়োগকারীরা কোম্পানির আর্থিক অবস্থা পর্যবেক্ষণ করলেও যেসব শেয়ারের দাম কম, সেগুলোকে বেছে নিচ্ছেন। এতে দুর্বল কোম্পানির শেয়ারদরও বাড়ছে। তবে অধিকাংশ বিনিয়োগকারী সিদ্ধান্তহীনতায় রয়েছেন। ফলে শেয়ারবাজারে লেনদেনের পরিমাণ বাড়ছে না।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেন হয়েছে ৩৫০ কোটি ৩৫ লাখ ২১ হাজার টাকা, যা আগের দিনের চেয়ে ৭১ কোটি ২৩ লাখ ৫৮ হাজার টাকা টাকা কম। লেনদেন হওয়া মোট ৩১৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১৭৩টির ও অপরিবর্তিত ছিল ৪৮টির দাম।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ২১ পয়েন্ট কমে ৪৭৯০.৯৭ পয়েন্ট দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ৫.৪৮ পয়েন্ট কমে ১৮৩৫.৪০ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৪.৯০ পয়েন্ট কমে ১১৮১.৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ২৩ কোটি আট লাখ ৫৭ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। লেনদেন কমেছে ছয় কোটি ৭০ লাখ টাকা। লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ১৩৬টির ও অপরিবর্তিত ছিল ৩৩টির দাম। সিএসইর সার্বিক সূচক কমেছে ৬০ পয়েন্ট।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, শাহজিবাজার পাওয়ার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, বারাকা পাওয়ার, সিভিও পেট্রোকেমিক্যাল, লাফার্জ সুরমা, ফার কেমিক্যাল, আলহাজ টেক্সটাইল ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : সিনোবাংলা, মেঘনা কনডেন্সড মিল্ক, কেঅ্যান্ডকিউ, শ্যামপুর সুগার, এআইবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, মিরাকল ইন্ডাস্ট্রিজ, জিল বাংলা সুগার মিলস, লিগ্যাসি ফুটওয়্যার, বিডি ওয়েল্ডিং ও আইএফআইসি প্রথম মিউচুয়াল ফান্ড।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : অ্যাপেক্স ফুডস, মুন্নু স্টাফলার্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, সমতা লেদার, দ্বিতীয় আইসিবি, নর্দার্ন ইন্স্যুরেন্স, এফবিএফআই, স্ট্যান্ডার্ড সিরামিকস, বেঙ্গল উইন্ডসর ও আরএসআরএম স্টিলস।