পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের বোনাস শেয়ার জমা

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ঘোষিত বোনাস শেয়ার লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিও হিসাবে জমা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। এ হিসাব বছরে এর মুনাফা হয়েছে পাঁচ কোটি ৭৬ লাখ ৬০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) এক টাকা ৬৫ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৩ টাকা ৪৯ পয়সা।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১৩ টাকা ৮০ পয়সা ও সর্বোচ্চ ১৬ টাকা ৪০ পয়সা।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১১ দশমিক ৭৫।