ফার কেমিক্যালের দাম বাড়ায় সংবেদনশীল তথ্য নেই

ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের সাম্প্রতিক সময়ে দাম বাড়ায় সংবেদনশীল কোনো তথ্য নেই। এ শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়লে কারণ জানতে চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ কোম্পানিটিকে চিঠি দেয়। জবাবে কোম্পানির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৪৬ টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ ৫৬ টাকা ৬০ পয়সা। গতকাল সোমবার এ শেয়ারের দাম দাঁড়ায় ৫৬ টাকা ৬০ পয়সা।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানির পক্ষ থেকে ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়া হয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এ হিসাব বছরে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৩ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) দুই টাকা ৯০ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৭ টাকা ৯১ পয়সা।