জাকসু নির্বাচনে ফল ঘোষণা কখন?

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শেষে রাতভর চলে ভোট গণনা। ভোট গণনা শেষে দুপুরে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ.কে. এম রাশিদুল আলম।
গতকাল সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল পাঁচটা পর্যন্ত। তবে এরপরও সারিতে থাকা ভোটাররা ভোট দেন। নির্বাচনে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট প্রদান করেছেন।
জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ.কে. এম রাশিদুল আলম গণমাধ্যমকে বলেন, ‘ভোট গ্রহণের পর রাতভর ভোট গণনা করা হয়েছে। আশা করছি আজ (শুক্রবার) দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।’
অপরদিকে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলসহ চারটি প্যানেল ও বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। একই অভিযোগে নির্বাচনে দায়িত্বে থাকা বিএনপিপন্থি তিন শিক্ষক নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতির ঘোষণা দেন।
পুনরায় নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবন, পরিবহণ চত্বর হয়ে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। এসময় মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা ‘প্রহসের জাকসু, মানি না মানবো না’, ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’, ‘বয়ক বয়কট, জাকসু বয়কট’ ইত্যাদি স্লোগান দেন।
ছাত্রদলের নেতাদের দাবি, ভোট প্রক্রিয়ায় আঙুলে কালির দাগ না থাকা, ভোটার তালিকায় ছবি না থাকা, অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো ও বিভিন্ন কেন্দ্রের অব্যবস্থাপনা নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এসব অনিয়মের প্রতিবাদে তারা দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনরায় নির্বাচনের দাবি জানান।
মিছিল শেষে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, জুলাই অভ্যুত্থানের পরে শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়তে আমরা কাজ করেছি। জাকসু নির্বাচনের দাবিতে আমরা প্রথম দিন থেকে মাঠে ছিলাম। আমরা ধরণা করেছিলাম, নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ জাকসু নির্বাচন উপহার দেবে। কিন্তু দুঃখের বিষয় আজ সকাল থেকে ২ ঘণ্টা যাবৎ আমাদের প্রার্থীদের পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের হেনস্তা করা হয়েছে। এসব অনিয়মের প্রতিবাদে দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি।