মানিকগঞ্জে মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

মানিকগঞ্জের দৌলতপুরে পারিবারিক কলহের জেরে করুনারানি ভদ্র (৭০) নামে এক বৃদ্ধাকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে রবিচন্দ্র ভদ্রের বিরুদ্ধে।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার চক মিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত করুণারানি ভদ্র মৃত ফটিকচন্দ্র ভদ্রের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহ নিয়ে রবিচন্দ্র ভদ্রের সঙ্গে তার মা করুণারানীর তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রবিচন্দ্র ধারালো বটি দিয়ে বসতঘরের ভেতরে মায়ের গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই করুণারানির মৃত্যু হয়। হত্যার পর অভিযুক্ত ছেলে পালিয়ে যায়।
প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন ধরে আর্থিক বিষয় নিয়ে মা-ছেলের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধ থেকেই এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআর এম আল মামুন বলেন, অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।