‘মঞ্চ ৭১’র অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, লতিফ সিদ্দিকীসহ কয়েকজন আটক
রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ওই ঘটনার পর আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে আটক করে নিয়ে গেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না।
আটকদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর। তিনি বলেন, তাদেরকে ডিবিতে জিজ্ঞাসাবাদ করা হবে।
অনুষ্ঠানে অংশ নেওয়া গোলাম মোস্তফা বলেন, ‘আমি একজন অংশগ্রহণকারী। দল-মতের সব মুক্তিযোদ্ধাদের ডাকা হয়েছে। আমি এসেছি। আমরা প্রোগ্রাম শুরু করেছিলাম। লতিফ সিদ্দিকী সাহেব এসেছেন। কামাল হোসেন সাহেব আসেননি। ২০-২৫ জন ছেলে এসে হট্টগোল করে। আমাদের ঘিরে ফেলে। তবে কারও গায়ে হাত দেয়নি।’