লামায় সড়ক ধস, ইয়াংছা-ঈদগড়ে যোগাযোগ বিচ্ছিন্ন

বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা বাজার থেকে ত্রিডেবা-ঈদগড় পর্যন্ত সড়কটির একটি অংশ ইয়াংছা খালে বিলীন হয়ে গেছে। ফলে উপজেলা সদর ও ইয়াংছা বাজারের সঙ্গে ৬ গ্রামবাসীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজার থেকে বনপুর ত্রিডেবা ঈদগড় পর্যন্ত ব্রিক সলিং এর গ্রামীণ সড়ক রয়েছে। এর পাশ ঘেঁষে বয়ে গেছে ইয়াংছা নামের একটি খাল। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সড়কটি দেখভাল করেন। এ সড়ক ব্যবহার করে নিচের পাড়া, ছোটপাড়া, বড়পাড়া, বনফুর, ত্রিডেবা ও রাজাপাড়া গ্রামের লোকজন যাতায়াত করেন। গত কয়েকদিনের বর্ষণে সড়কটির একটি অংশ ধসে পড়ায় গ্রামগুলোর সঙ্গে ইয়াংছা ও বগাইছড়ি বাজারের যাতায়াত বন্ধ হয়ে যায়। কৃষকদের উৎপাদিত ফসলসহ রোগী নিয়ে যাতায়াত করতে পারছেনা স্থানীয়রা। এছাড়া গত কযেকদিন ধরে স্কুল কলেজ ও মাদ্রাসায় যেতে পারছেনা কোমলমতি শিক্ষার্থীরা।
সরেজমিন দেখা যায়, ইয়াংছা থেকে বাজার পর্যন্ত ক্ষতবিক্ষত হয়ে গেছে সড়কটি। কোথাও খালে ধ্বসে পড়েছে। আবার কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়ে মিনি পুকুরে পরিণত হয়েছে। এতে যান চলাচল দূরে থাক, পায়ে হাঁটাও কষ্ট সাধ্য হয়ে পড়েছে। গত কয়েক দিনের প্রবল বর্ষণে সড়কটির অংশ বিশেষ ধসে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এছাড়া সড়কটির বিভিন্ন অংশ ভেঙ্গে অনুপযোগী হয়ে পড়েছে চলাচলের। এতে ওই গ্রামগুলোর প্রায় ২০ মানুষ চরম দুর্ভোগে রয়েছেন।
এ সময় ত্রিডেবা গ্রামের বাসিন্দা মংচাইপ্রো ও বনপুর বাজারের বাসিন্দা লুৎফর রহামানের সঙ্গে কথা হয়। তারা বলেন, প্রায় ২০ হাজার মানুষ বসবাস করেন ৬ গ্রামে। এখানকার অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভশীল। সেই সঙ্গে আমাদের এলাকা থেকে বিভিন্ন স্কুল কলেজে পড়াশোনা করতে যায় শত শত শিক্ষার্থী। সড়কটির একটি অংশ খালে ধসে পড়ার কারণে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শিক্ষার্থীরা স্কুল কলেজে যেতে পারছেনা। কৃষক ফসল বিক্রি করতে পারছে না। দ্রুত সড়কটি সংস্কার চান তারা।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ সদস্য আপ্রুচিং মার্মা বলেন, আমাদের এলাকায় চারটি সরকারি প্রাথমিক, তিনটি নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও মসজিদ-মাদ্রাসা, মন্দির, গির্জাসহ বিভিন্ন ধর্মালম্বীদের উপাসনালয় রয়েছে। বৃষ্টির কারণে সড়কের একটি ইয়াংছা খালে ধসে পড়ে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এটি ছাড়া আমাদের যাতায়াতের বিকল্প কোনো সড়ক নেই। তাই সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের লামা উপজেলা প্রকৌশলী মো. আবু হানিফ বলেন, ইয়াংছা-ত্রিডেবা-ঈদগড় সড়কটি মেরামতের জন্য ইতোমধ্যে প্রাক্কলন প্রস্তুত করে জেলা অফিস হয়ে ঢাকা এলজিইডি সদর দপ্তরের পাঠানো হয়েছে। দ্রুতই অনুমোদন হবে। আশা করি চলতি অর্থ বছরেই বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে কাজ শুরু করতে পারবো।