মুরাদনগরে এনসিপি ও বিএনপির সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১২

কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার (৩০ জুলাই) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ১২ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সদরের আল্লাহ চত্বরে এনসিপির নেতারা ও মাহমুদ সমর্থকরা বিক্ষোভ সমাবেশে জমায়েত হন। এ সময় সমাবেশ লক্ষ্য করে পার্শ্ববর্তী জেলা পরিষদের মার্কেট থেকে বেশ কয়েকটি ইট-পাটকেল ছোঁড়া হয়। এরপরই দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় দুপক্ষের অন্তত ১০ থেকে ১২ জন সমর্থক আহত হন, যার মধ্যে একজন ইউপি সদস্যও রয়েছেন।
আহত ইউপি সদস্য শেখর বলেন, ‘আমরা বিক্ষোভ মিছিল নিয়ে আল্লাহ চত্বরে এসে সমাবেশ শুরু করার পরপরই সমাবেশ লক্ষ্য করে ছোঁড়া হয় ইট-পাটকেল। এ সময় আমাকে ব্যাপক মারধর করে মাথা ফাটিয়ে দেয় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত করে।
মিছিল নিয়ে আসা নাগরিক সমাজের আহ্বায়ক মিনাজুল হক বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছে। মিছিল নিয়ে আসার পর শতশত ইট-পাটকেল ছুড়ে আমাদের ধাওয়া দিতে থাকে। এ সময় প্রায় অর্ধ শতাধিক সমর্থক আহত হয়। এছাড়া মেম্বারের অবস্থা গুরুতর।
বিএনপির লোকজন দাবি করে, কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগ নেতা আশরাফ মেম্বারসহ চিহ্নিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে মুরাদনগর সদরে বিক্ষোভ মিছিল করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার নেতৃত্বাধীন এনসিপি। মিছিল নিয়ে তারা মুরাদনগর উপজেলা বিএনপি অফিসের সামনে থাকা বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে বিএনপির ১০ জন নেতাকর্মী আহত হন। উমর আলী নামে এক যুবদল কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
পরে হামলাকারী এনসিপি নেতাদের বিএনপি নেতা-কর্মী এবং উপস্থিত সাধারণ জনতা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, বিএনপির চলমান কর্মসূচির মধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ তার অনুসারীদের দিয়ে আজ কর্মসূচি ঘোষণা করেন। বিকেলে বিএনপির লোকজন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের সময় এনসিপির লোকজন হামলা করে। তারা আওয়ামী লীগের লোকজন নিয়ে এমন অপকর্মে লিপ্ত হয়েছে। আগেও বিএনপির লোকজন মামলা হামলা বিপর্যস্ত ছিল, এখনও আসিফ মাহমুদের কারণে বিএনপির নেতাকর্মীরা মামলা হামলায় বিপর্যস্ত হয়ে আছে।
কুমিল্লার মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তা আমিন কাদের খান বলেন, আজকে মুরাদনগরের সদরে এনসিপির সমর্থকদের একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছিল। এ সময় পাশে অবস্থানরত কিছু লোক ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এরপরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করে। তবে কারা শুরুতে ইট-পাটকেল নিক্ষেপ করেছে, সে বিষয়টি জানা নেই।