হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন আরও একজন, চিকিৎসাধীন ৯ জন

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন আরও একজনকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। তার নাম ফারজানা ইয়াসমিন (৪৫)। তিনি ওই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা।
আজ বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।
ডা. নাসির উদ্দিন বলেন, ‘মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখনো ভর্তি রয়েছে ৩২ জন। তাদের মধ্যে ২৭ জনই শিশু। স্বস্তির খবর হচ্ছে এই মুহূর্তে কেউ নেই ভেন্টিলেশনে। বরং একজনকে আইসিইউ থেকে আনা হয়েছে সাধারণ ওয়ার্ডে, যা চিকিৎসায় অগ্রগতির ইঙ্গিত। এখন আইসিইউতে রয়েছে ২ জন, আর সিভিয়ার অবস্থায় চিকিৎসাধীন ৭ জন। তবে সংকটাপন্ন অবস্থায় আছে ৩ জন।’
ডা. নাসির উদ্দিন জানান, আজকের পর থেকে আর আনুষ্ঠানিক ব্রিফিং হবে না। সব তথ্য জানানো হবে কেবল ম্যাসেজের মাধ্যমে।
উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে বার্ন ইনস্টিটিউটে ১৮ জন, সিএমএইচে ১৪ জন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জন এবং ইউনাইটেড হাসপাতালে ১ জন।