নির্বাচন নিয়ে ‘অস্পষ্টতা’ দূর করতে প্রধান উপদেষ্টাকে মির্জা ফখরুলের আহ্বান

জাতীয় নির্বাচন নিয়ে অস্পষ্টতা দূর করতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, আমরা মনে করি, নির্বাচন নিয়ে এই অস্পষ্টতা যাতে না থাকে তার জন্য প্রধান উপদেষ্টার ঘোষণা দেওয়া উচিত। গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে যে আলোচনা হয়েছে সেখানে আমরা বলে এসেছি, তিনিও (প্রধান উপদেষ্টা) বলেছেন, সে ব্যবস্থা নেবেন।
অন্তর্বর্তী সরকার সঠিকভাবে দেশ পরিচালনা করছে কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার তো কোনো পলিটিক্যাল গভমেন্ট না, স্বাভাবিকভাবেই কিছু সংকট তো থাকবেই। রাজনৈতিক দল হিসেবে আমরা চাইব অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক।
সরকার পরিচালনায় কোনো ঘাটতি আছে কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা ঘাটতি দেখছি না। প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে আলোচনা করেছেন। যখনই কোনো ক্রাইসিসে পড়েন তখনই তিনি আমাদের সঙ্গে আলোচনা করেন। আমরা যেহেতু এই সরকারকে সহযোগিতা করব বলে প্রতিশ্রুতিবদ্ধ। এই আলোচনাটা যদি আরো ঘন ঘন হতো আরো ভালো হতো। তাহলে হয়তো কিছু কিছু ক্রাইসিস হতো না।
উত্তরায় বিমান দুর্ঘটনা নিয়ে মির্জা ফখরুল বলেন, উত্তরার ঘটনায় অনেকগুলো প্রাণ গেছে। আমাদের চেয়ারপারসন শোক জানিয়েছেন, হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। কাল যেটা হয়েছে মাইলস্টোনে দুজন উপদেষ্টা ও প্রেস সচিবকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, সেক্রেটারিয়েটে শিক্ষার্থীর আন্দোলন করেছে। ছাত্ররা ভেতরে ঢুকে পড়ে। আমার কাছে মনে হয়েছে যে এটা একটা প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে। এটা আমরা দেখছি সবাই। কিছুদিন আগে দেখেছেন গোপালগঞ্জে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে ঘটনা ঘটালো। জুলাই-আগস্টে ফ্যাসিস্টের পতন হয়েছে। সেই ফ্যাসিস্ট আবার সেই জুলাই-আগস্টেই উত্থানের চেষ্টা করছে।