নাটোরে রাস্তার ধারে মিলল বৃদ্ধের মরদেহ

সিংড়া থানা। ফাইল ছবি
নাটোরের সিংড়া পৌরসভার নিংগইন বালু মহলের পাশে রাস্তার ধারে পড়ে থাকা অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় স্থানীয়রা রাস্তা দিয়ে যাওয়ার সময় মরদেহটি দেখতে পেয়ে সিংড়া থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত বৃদ্ধের নাক ও মুখে রক্তের দাগ ছিল। মরদেহের পাশেই একটি লাঠি ও একটি পুরোনো ব্যাগ পাওয়া যায়। এসব দেখে স্থানীয়দের ধারণা, তিনি একজন ভিক্ষুক ছিলেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমরা এটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে দেখছি। তবে হত্যাকাণ্ডের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।