বরিশালে মাইলস্টোন শিক্ষার্থী সামিউলের দাফন সম্পন্ন

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী সামিউল করিম সামীরের (১১) দাফন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার চাঁনপুর ইউনিয়নের দেশখাগকাটা গ্রামে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সামিউলের নানার বাড়ি দেশখাগকাটা গ্রামে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
জানাজার আগে ছেলের জন্য দোয়া চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা রেজাউল করিম শামীম। সামিউলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সারা দেশের মতো তার এলাকার স্থানীয়দের মধ্যেও শোকের ছায়া নেমে আসে।
রেজাউল করিমের ছেলে সামিউল করিম সামীর (১১) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, সামিউলের বাবার বাড়ি ছিল মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের রুকুন্দি গ্রামে। নদীভাঙনে তাদের বাড়ি বিলীন হয়ে যাওয়ায় পরিবারটি রাজধানীর উত্তরায় বসবাস করছিল। তার বাবা রেজাউল করিম শামীম একজন ব্যবসায়ী এবং মা রেশমা বেগম মেহেন্দিগঞ্জের মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সামিউল দুই ভাইবোনের মধ্যে ছোট। তার নানা প্রয়াত মোস্তফা কামাল ছিলেন চাঁনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
সামিউলের স্বজন আবু জাহের মাল বলেন, আমরা সামিউলকে যেভাবে হারিয়েছি আর যেন কাউকে এভাবে হারাতে না হয়। সরকারের কাছে আবেদন জনবসতিপূর্ণ জায়গায় এভাবে প্রশিক্ষণ বিমান চালানো অন্যায়। আমাদের সবচেয়ে আদরের মানুষটিকে আজ হারালাম। এই দায় কে নেবে?
জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ কে এম মাসুম, বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল জব্বার, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শহীদুল ইসলাম, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম চৌধুরী মিলন প্রমুখ।