পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এনসিপির সমাবেশে হামলা : নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, খুব পরিকল্পিতভাবে এনসিপি নেতাদের হত্যার উদ্দেশ্যে গোপালগঞ্জের সমাবেশে হামলা চালিয়েছে আওয়ামীপন্থিরা। বুধবার (১৬ জুলাই) রাতে খুলনায় এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া জনসাধারণের কথা শুনতে এ বছরের পুরো জুলাই মাস জুড়ে দেশের সব জেলায় পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচিটির নাম দেওয়া হয় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। ওই কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার গোপালগঞ্জে সমাবেশ করে এনসিপির নেতাকর্মীরা।
সেই কর্মসূচিতে হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ। ওই ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও অনেকে।
এদিকে, এই হামলার পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় গোপালগঞ্জ ছেড়ে খুলনায় যায় এনসিপির নেতারা। সেখানে রাত সাড়ে ৯টায় সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জের ভেতরে ফ্যাসিস্টদের আশ্রয়স্থল তৈরি হয়েছে। আমরা এতোদিন শুনেছি আর আজ দেখলাম। তারা খুব পরিকল্পিতভাবে এনসিপির নেতাদের হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ সমাবেশ করতে পারবে না এমন যে মিথ ছিল, আমরা আজ সে মিথ ভেঙে দিয়েছি।
নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে আমাদের এই পথযাত্রা হুট করে হয় নাই। আমাদের এই কর্মসূচি আগেই ঘোষণা করেছি। কিন্তু তারা আমাদের উপর জঙ্গি কায়দায় হামলা করেছে। আমরা ৬৪ জেলায় আমাদের এই কর্মসূচি দিয়েছি তারই ধারাবাহিকতায় গোপালগঞ্জে এসেছি। এখানে এসেছি এলাকার মানুষের কথা শুনতে, গোপালগঞ্জের রাজনীতির কথা শুনতে। আমরা স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। সমাবেশও সফল হয়েছে।
নাহিদ ইসলাম আরও বলেন, আওয়ামী লীগ নিজের আসল রূপে ফিরেছে, মুজিববাদী সন্ত্রাসীরা আসল রূপে ফিরেছে। তাদের আসল রূপ আজকে আবারও দেশবাসীর সামনে স্পষ্ট হয়েছে। আমরা যখন গোপালগঞ্জ থেকে মাদারীপুরে পথসবার জন্য যাত্রা করি তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালায়, গাড়ি বহরে হামলা করে। এই ঘটনায় আমাদের তিনজন আহত হয়েছে। আমাদের ছয়টি গাড়ি ভেঙে দেওয়া হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, এখানে আমাদের সমন্বয় কমিটি রয়েছে। আমাদের স্থানীয় নেতাদের হুমকি দিচ্ছে। পরিবারকে হুমকি দিচ্ছে। তাদের নিরাপত্তা কামনা করছি। আমরা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। ঘটনার তদন্ত করে বিচার করতে হবে।