সালমান এফ রহমান-দস্তগীরসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শেখ হাসিনার তৎকালীন উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীসহ মোট ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
নিষেধাজ্ঞা পাওয়া অন্য অভিযুক্তরা হলেন—সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান, আইএফআইসি ব্যাংকের সাবেক পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সার্ভ কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পরিচালক সারওয়াত সুলতানা মনামী, ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম, আইএফআইসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম সারোয়ার, সাবেক পরিচালক রাবেয়া জামালী, আর এ এম নাজমুস সাকিব, কামরুন নাহার আহমেদ, জাফর ইকবাল, উপব্যবস্থাপনা পরিচালক শাহ মো. মাইনউদ্দিন, নুরুল হাসনাত এবং বেক্সিমকো গ্রুপের ডেপুটি ম্যানেজার কৌশিক কান্তি পন্ডিত।
এদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক ইয়াছির আরাফাত সালমান এফ রহমানসহ ১৩ জনের নিষেধাজ্ঞার আবেদন করেন। এছাড়া দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার গোলাম দস্তগীর গাজী ও হাসিনা গাজীর দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। অভিযুক্ত প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা চলমান থাকায় এই নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়েছিল।