টানা বর্ষণে প্লাবিত অর্ধশত গ্রাম, পানিবন্দি ৫০ হাজার মানুষ

টানা বৃষ্টিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ।
উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে আটটি গ্রাম, হ্নীলা ইউনিয়নে ১২টি গ্রাম, টেকনাফ পৌরসভার সাতটি গ্রাম, টেকনাফ সদর ইউনিয়নের ছয়টি গ্রাম, সাবরাং ইউনিয়নের সাতটি গ্রাম, বাহারছড়া ইউনিয়নে ১০টি গ্রাম প্লাবিত হওয়ার তথ্য এসেছে আমাদের হাতে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, ‘ভারী বর্ষণের ফলে বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। আমরা খোঁজখবর নিচ্ছি।’
হ্নীলা ইউনিয়নের ১২টি গ্রাম প্লাবিত হওয়ার কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী। তিনি জানান, চার হাজারের বেশি পরিবার পানিবন্দি রয়েছে। গ্রামগুলোর চলাচলের রাস্তাও পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া, নতুন পাল্লান পাড়া, তুলাতুলি, লেঙ্গুরবিল, খোনকারপাড়া, মাঠপাড়া ও রাজারছড়া, জাহাঁলিয়া পাড়াসহ মোট ছয় গ্রাম প্লাবিত হয়েছে বলে জানান সেখানকার চেয়ারম্যান জিয়াউর রহমান।
এ ছাড়া সাবরাং ইউনিয়নের ১০টি গ্রাম এবং হোয়াইক্যং ইউনিয়নের আটটি গ্রাম প্লাবিত হওয়ার খবর দিয়েছেন স্থানীয়রা। পানিবন্দি হয়েছে টেকনাফ পৌর এলাকার বেশ কয়েকটি এলাকাও।
এদিকে ভারী বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকার পূর্বাভাস জানিয়ে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, গত চার দিন থেকে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৪৬ মিলিমিটার। সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আরও ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।