স্ত্রী-সন্তানদের নিয়ে ইজিবাইক-চালকদের অনশন

মেহেরপুরে বাস চলাচলের অনুমতি নেই এমন তিনটি সড়কে নির্বিঘ্নে ইজিবাইক চালানোর দাবিতে আজ রোববার সকাল থেকে স্ত্রী ও শিশুসন্তানদের নিয়ে অবস্থান ধর্মঘট ও অনশন কর্মসূচি পালন করছেন ইজিবাইক মালিক-চালকরা। শহরের শহীদ সামসুজ্জোহা পার্কে দুই শতাধিক ইজিবাইক রেখে অবস্থান ধর্মঘট শুরু হয়। পরে দুপুর ২টার দিকে তাঁরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অনশনে বসেন।
ইজিবাইক মালিক ও চালকরা জানান, মেহেরপুর-মুজিবনগর, মেহেরপুর-কাথুলী ও মেহেরপুর-মহাজনপুর সড়কে বাস চলাচলের অনুমতি না থাকলেও এসব সড়কে বাস চলাচল করছে। অথচ ইজিবাইক চলাচলে স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে চরম বিপাকে পড়েছেন এর মালিক-চালকরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে শহরের সব ইজিবাইক-চালক তাঁদের ইজিবাইক নিয়ে শহীদ সামসুজ্জোহা পার্কে জড়ো হন। পরিবারের নারী-পুরুষ ও শিশুদের নিয়ে তাঁরা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় জড়ো করা ইজিবাইকের চাবি সংগ্রহ করে জেলা প্রশাসকের কাছে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তাঁরা র্যালিসহ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে অবস্থান নেন। ইজিবাইকের চাবিগুলো জেলা প্রশাসক গ্রহণ করতে রাজি না হওয়ায় দাবি সংবলিত স্মারকলিপি দেওয়া হয়।
মেহেরপুর জেলা ইজিবাইক মালিক সমিতির সভাপতি সাজ্জাদুল আনাম জানান, কয়েকদিন ধরে ইজিবাইক চলাচল বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন চালকরা। তাই আগামী তিনদিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তাঁরা।