বিশ্ব ফটোগ্রাফি দিবস আজ, কীভাবে শুরু হয়েছিল

বিশ্ব ফটোগ্রাফি দিবস আজ মঙ্গলবার (১৯ আগস্ট)। প্রতি বছর আজকের এই দিনে বিশ্বের সকল দেশে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এরপর থেকে বিশ্বজুড়ে প্রতিবছর নানা অনুষ্ঠানিকতার মাধ্যমে দিনটি উদযাপিত হয়।
১৮৩০ সালে লুই ডাগে সর্বপ্রথম ফটোগ্রাফিক প্রসেস আবিষ্কার করেন, যার নাম 'ডাগেরোটাইপ'। দ্য ফ্রেঞ্চ অ্যাকাডেমি অব সায়েন্সেস ১৮৩৯ সালের ৯ জানুয়ারি সেই প্রসেসটি ঘোষণা করেন। এরপর ফরাসি সরকার ওই বছরেরই ১৯ আগস্ট দিন থেকে বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসেবে ঘোষণা করেন। সেই থেকে প্রত্যেক বছর এই দিনটি বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসেবে উৎযাপন করে আসছে পুরো পৃথিবী।
১৮৩৭ সালে নাইসফোর নিপেক ও লুইস ডাগুয়েরে ডাগুয়েরিওটাইপ ফটোগ্রাফিক সিস্টেম আবিষ্কার করেন। এই উপায়ের নাম হল ডাগুয়েরিওটাইপ। বিজ্ঞানী লুইস ডাগুয়ের সর্বপ্রথম ছবি তোলার ব্যবহারিক এ উপায় আবিষ্কার করেন। তার নাম অনুসারেই ছবি তোলার এই উপায়ের নাম দেওয়া হয় ডাগুয়েরিওটাইপ টাইপ ফটোগ্রাফি। ১৮৩৯ সালের ১৯ আগস্ট ফরাসি সরকার এটিকে স্বীকৃতি দেয়। তখন থেকেই ফটোগ্রাফিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়।
এই দিবসটি ফটোগ্রাফিকে শিল্পের একটি বৈধ রূপ হিসেবে তুলে ধরে ফটোগ্রাফারদের বিভিন্ন কৌশল, রচনা এবং শৈলী নিয়ে পরীক্ষা করতে উৎসাহিত করে। ফটোগ্রাফি হলো মুখে না বলা গল্প, যা সুন্দরভাবে সময়, আবেগ, সংস্কৃতি, ইতিহাস ইত্যাদি অনেক মুহূর্তের সত্যতাকে ক্যাপচার করে। আমাদের প্রত্যেকের মধ্যে লুকিয়ে আছে একজন ফটোগ্রাফার।
নানা কর্মসূচিতে সারাবিশ্বের মতো বাংলাদেশের বিভিন্ন আলোকচিত্র সংগঠনও দিবসটি উদযাপন করে। এবারের আলোকচিত্র দিবসের থিম- আমার প্রিয় ছবি। এই থিমের মাধ্যমে সবাই একটি করে ছবি প্রকাশ করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে যে ছবিটি তার কাছে ভীষণ মূল্যবান। নিজের পছন্দের ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আজকের দিনটি উদযাপন করুন।