নারী ও মহাবিশ্বের অন্তরালে আত্মার আলপনা, লিটন করের ক্যানভাসে

নারী, মহাবিশ্ব, আর তার অন্তহীন রহস্য—এসবকে কেন্দ্র করে শিল্পী লিটন কর তুলে এনেছেন এক স্বতন্ত্র আলাপন। ১৮ জুলাই ঢাকার আঁলিয়স ফ্রঁসেজে শুরু হচ্ছে তাঁর একক চিত্র প্রদর্শনী, শিরোনাম ‘নারী, মহাবিশ্ব – তার অন্তহীন অসীমতা’।
শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিটে প্রদর্শনীর উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আঁলিয়স ফ্রঁসেজ ঢাকার পরিচালক ফ্রঁসোয়া ঘ্রোজ, প্রফেসর ও শিল্পী ফরিদা জামান, সিটি ব্যাংকের এডিশনাল এমডি ও চিফ অপারেটিং অফিসার মাহিয়া জুনেদ, মারুখ মহিউদ্দিন এবং নিশাত মজুমদার।
২৬ জুলাই পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি। সন্ধ্যা ৬টায় নিয়মিত প্রদর্শিত হবে লিটন করের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আইসিইউ’।
তেল রঙে আঁকা ২৫টি চিত্রকর্ম স্থান পেয়েছে এবারের আয়োজনে। শিল্পীর ভাষ্যে—এগুলো শুধু ছবি নয়, একেকটি আত্মার রেখাচিত্র, যা নারীর ভাব, রূপ আর মহাবিশ্বের বিশালতাকে ছুঁয়ে দেখার প্রয়াস।