ইউক্রেনে ‘টেকসই শান্তি’ না আসা পর্যন্ত সমর্থন অব্যাহত থাকবে : ম্যাক্রোঁ

ইউক্রেনে ‘দৃঢ় ও টেকসই শান্তি’ অর্জিত না হওয়া পর্যন্ত সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। একইসঙ্গে তিনি রাশিয়ার ওপর চাপ বাড়ানোর আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের প্রেক্ষাপটে আজ শনিবার (১৬ আগস্ট) ম্যাক্রোঁ এই মন্তব্য করেন। খবর এএফপির।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে দুই দেশের যেকোনো শান্তি চুক্তির জন্য ‘অটুট নিরাপত্তা নিশ্চিতকরণের’ আহ্বান জানান ম্যাক্রোঁ। একইসঙ্গে তিনি প্রতিশ্রুতি পালনে রাশিয়ার অনীহা দেখানোর সুনির্দিষ্ট প্রবণতা সম্পর্কেও সতর্ক করেন।
ট্রাম্প ও পুতিনের মধ্যে আলাস্কায় অনুষ্ঠিত বৈঠকটি ছিল অনিষ্পন্ন। এতে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধবিরতি নিয়ে কোনো অগ্রগতি হয়নি। এই বৈঠকের পর ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানায়, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য করণীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করতে আগামীকাল রোববার (১৭ আগস্ট) কিয়েভের মিত্র দেশগুলোর সঙ্গে ভিডিও কলের আয়োজন করা হবে।
এলিসি প্যালেস জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ ও ইমানুয়েল ম্যাক্রোঁ যৌথভাবে এই বৈঠকের সমন্বয় করবেন। বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওয়াশিংটন সফরের ঠিক আগের দিন।