জেলেনস্কির সমর্থনে ওয়াশিংটনে যাচ্ছেন ম্যাক্রোঁ-স্টারমারসহ যেসব নেতা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সমর্থন দিতে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের শীর্ষ নেতারা ওয়াশিংটন যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে। ট্রাম্প ইউক্রেনকে দ্রুত শান্তি চুক্তি মেনে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন, এমন পরিস্থিতিতে জেলেনস্কির অবস্থানকে শক্তিশালী করার জন্য এই নেতারা তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
আজ রোববার (১৭ আগস্ট) দেশগুলো আলাদা বিবৃতিতে এই সফরের ঘোষণা দেন। আগামীকাল সোমবার ওয়াশিংটনে ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জেলেনস্কিকে সমর্থন দিতে যাওয়া এই নেতাদের মধ্যে রয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তাদের পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব ও ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনিও ওয়াশিংটনে যাচ্ছেন।

সম্প্রতি আলাস্কায় ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পরই এই সফর অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকটি থেকে কোনো সুনির্দিষ্ট ফলাফল না আসায় ইউরোপীয় মিত্ররা জেলেনস্কির অবস্থানকে শক্তিশালী করতে উদ্যোগী হয়েছেন। তাদের মূল লক্ষ্য হলো ইউক্রেনের জন্য একটি শক্তিশালী নিরাপত্তা নিশ্চিত করা, যার মধ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকাও অন্তর্ভুক্ত থাকবে।
জার্মান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটনে আলোচনায় নিরাপত্তা নিশ্চিতকরণ, আঞ্চলিক বিষয় এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষায় ক্রমাগত সমর্থন নিয়ে কথা হবে। এতে মস্কোর ওপর নিষেধাজ্ঞা বজায় রাখার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।

এর আগে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির সর্বশেষ ওভাল অফিসের বৈঠকটি ভালো ছিল না। সেবার ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইউক্রেনীয় নেতাকে প্রকাশ্যে তিরস্কার করেছিলেন। সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে এবং জেলেনস্কিকে একটি শক্তিশালী রাজনৈতিক সমর্থন দিতেই ইউরোপের এই নেতারা তার সঙ্গে ওয়াশিংটনে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।