পাকিস্তানি গুপ্তচর সন্দেহে ভারতে কলেজছাত্র গ্রেপ্তার

যুদ্ধবিরতিতে প্রতিবেশী দুই দেশের সীমান্তে শান্তি বজায় থাকলেও পাকিস্তানি গোয়েন্দা সংস্থার (আইএসআই) হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে ভারত। দেশটির হরিয়ানা রাজ্যের খালসা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ওই ছাত্রের নাম দেবেন্দ্র সিং ধিলোন। খবর এনডিটিভির।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ মে কাইথাল থেকে ২৫ বছর বয়সী এই যুবককে গ্রেপ্তার করা হয়। ধিলোন তার ফেসবুক অ্যাকাউন্টে পিস্তল ও বন্দুকের ছবি আপলোড করেছিলেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকার করেন, গত নভেম্বরে কর্তারপুর করিডোরের মাধ্যমে পাকিস্তানে গিয়েছিলেন এবং সেখানে আইএসআই কর্মকর্তাদের কাছে সংবেদনশীল তথ্য পাচার করছিলেন। অভিযোগ রয়েছে, পাকিস্তানি গোয়েন্দারা তাকে প্রলুব্ধ করতে মোটা অঙ্কের অর্থও দিয়েছিল।
কাইথাল পুলিশের সুপারিনটেনডেন্ট আস্থা মোদি জানান, ওই ছাত্র পাতিয়ালা জেলার সেনাবাহিনীর সামরিক ছাউনির ছবিও পাকিস্তানে সরবরাহ করেছিল। তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি তার ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনও খতিয়ে দেখা হচ্ছে। যাতে পাকিস্তান থেকে আসা অর্থের উৎস নিশ্চিত করা যায়।

চলতি সপ্তাহে হরিয়ানায় এই ধরনের গ্রেপ্তারের ঘটনা দ্বিতীয়বার ঘটল। এর আগে পানিপথ থেকে নওমান এলাহী নামে ২৪ বছর বয়সী এক ব্যক্তিকে একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।
উল্লেখ্য, পেহেলগামে সন্ত্রাসী হামলায় জেরে গত ৭ মে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে ভারত। প্রতিক্রিয়ায় 'অপারেশন বুনিয়ান-উন-মারসুস' নামে সামরিক অভিযান চালায় পাকিস্তান। এরপর ১০ মে দুই দেশ যুদ্ধবিরতি ঘোষণা করে।