নিষেধাজ্ঞা প্রত্যাহার শর্তে পরমাণু চুক্তিতে রাজি ইরান

তেহরানের এক কর্মকর্তা মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজকে জানিয়েছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে একটি চুক্তিতে সম্মত হতে ইচ্ছুক। তবে এর বিনিময়ে তাদের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহারের শর্ত দিয়েছে ইরান।
তেহরান এই খবরটি এমন এক সময়ে জানিয়েছে যখন একদিন আগেই অর্থাৎ বুধবার (১৪ মে) সৌদি আরবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি চুক্তির আগ্রহ প্রকাশ করেছেন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘যদি আমেরিকা অবিলম্বে সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে, তবে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না করার এবং তাদের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দেবে।’
এনবিসি নিউজের বুধবার রাতের প্রতিবেদনে শামখানির উদ্ধৃতি দিয়ে বলা হয়, তেহরান কেবল বেসামরিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় নিম্নস্তরে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে রাজি হতে পারে। এই চুক্তিতে পৌঁছানো গেলে আন্তর্জাতিক পরিদর্শকদের সেই কার্যক্রম তদারকি করার অনুমতি দেবে তারা।

শামখানি এনবিসিকে আরও বলেন, ‘এটি এখনও সম্ভব। আমেরিকানরা যদি তাদের কথা মতো কাজ করে, তবে অবশ্যই আমাদের সম্পর্ক আরও ভালো হতে পারে।’ তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে ‘ভবিষ্যতে আরও ভালো পরিস্থিতির দিকে’ যাওয়া সম্ভব।