ছয় মাসের জন্য ভারতের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিআর গাভাই

ভারতের ৫২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই (বিআর গাভাই)। আজ বুধবার (১৪ মে) রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথ বাক্য পাঠ করান। মাত্র ছয় মাসের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। খবর এনডিটিভির।
প্রধান বিচারপতি সঞ্জীব খন্না অবসর গ্রহণ করায় বিআর গাভাই তার স্থলাভিষিক্ত হলেন।
শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভা স্পিকার ওম বিড়লা এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা বিচারপতি গাভাইকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে সদ্যপ্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খন্নাও উপস্থিত ছিলেন এবং নতুন প্রধান বিচারপতিকে শুভকামনা জানান।
বিচারপতি গাভাই মাত্র ছয় মাসের জন্য প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন। তিনি চলতি বছরের নভেম্বরে অবসর গ্রহণ করবেন।

উল্লেখ্য, আইনজীবী হিসেবে বিচারপতি গাভাই ১৯৮৫ সালে বার কাউন্সিলে যোগ দেন এবং বোম্বে হাইকোর্টে আইন পেশা শুরু করেন। দীর্ঘ বিচারিক অভিজ্ঞতার পর তিনি ভারতের শীর্ষ আদালতের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।