মোদির ‘উসকানিমূলক’ বক্তব্য প্রত্যাখ্যান করল পাকিস্তান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া ভাষণকে ‘উসকানিমূলক ও উত্তেজনাপূর্ণ’ উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। আজ মঙ্গলবার (১৩ মে) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। খবর দ্য ডনের।
বিবৃতিতে বলা হয়, মোদির মন্তব্য ‘ভুল তথ্য, রাজনৈতিকভাবে সুযোগসন্ধানী ও আন্তর্জাতিক আইনের প্রতি নির্লজ্জ অবজ্ঞা’ এবং এর থেকে উদ্ভূত বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা। পাকিস্তান মনে করে, মোদির বক্তব্য আগ্রাসনকে ন্যায্যতা দেওয়ার জন্য বিভ্রান্তিকর গল্প তৈরি করার প্রবণতাকেও প্রতিফলিত করে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ‘সাম্প্রতিক যুদ্ধবিরতি সমঝোতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং উত্তেজনা হ্রাস ও আঞ্চলিক স্থিতিশীলতার দিকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে’। তবে মোদির বক্তব্যকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বিবেচনা করছে তারা।
আজ সকালে পাঞ্জাবের আদমপুর বিমানবাহিনীর ঘাঁটিতে দেওয়া এক ভাষণে পেহেলগাম হামলার পুনরাবৃত্তি হলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নরেন্দ্র মোদি বলেন, ‘আমাদের উদ্দেশ্য স্পষ্ট, যদি আরেকটি হামলা হয়, ভারত কঠোর জবাব দেবে।’

দেশটির সশস্ত্র বাহিনীকে তাদের অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসীরা আমাদের সাহস দেখিয়েছিল, কিন্তু আপনারা তাদের সরাসরি আঘাত করেছেন। আপনারা তাদের ঘাঁটি নিশ্চিহ্ন করে ১০০ সন্ত্রাসীকে হত্যা করেছেন। তারা বুঝতে পেরেছে, যদি আমাদের আক্রমণ করার চেষ্টা করে, তবে এর পরিণতি হবে তাদের ধ্বংস।’
এর আগে গতকাল সোমবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, পাকিস্তান ‘অধিকৃত’ কাশ্মীর ফিরিয়ে দেওয়ার দাবি করা ছাড়া জম্মু ও কাশ্মীর ইস্যুতে তার দেশ পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না।
ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানের সেনাবাহিনী ও সরকারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থন দেওয়ার অভিযোগ করে বলেন, একদিন এসব আপনাদের সবকিছু নিঃশেষ করে দেবে।