‘পেহেলগামে হামলায় ভারতের নিজস্ব ষড়যন্ত্র থাকতে পারে’

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, “আমরা অত্যন্ত জোরালোভাবে সন্দেহ করছি এটি একটি ফলস ফ্ল্যাগ অপারেশন।” তিনি বলেন, পেহেলগাম হামলার পেছনে ভারতের নিজস্ব ষড়যন্ত্র থাকতে পারে।
গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।
খাজা আসিফ বলেন, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে সক্রিয় কোনও সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে পাকিস্তানের কোনও ধরনের সংযোগ নেই।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, “কাশ্মিরে যা ঘটছে বা কাশ্মিরি কোনও আন্দোলনের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। আমরা কোনও সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে জড়িত নই।”
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ভারত সরকারের দাবি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে বলেন, “ভারত সরকার যে অভিযোগ করছে, আমি তা জোরালোভাবে নাকচ করছি।”

এই ঘটনার জের ধরে পাকিস্তান ভারতবিরোধী একাধিক কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে আকাশপথ ও স্থলসীমান্ত বন্ধ করে দেওয়া। একইসঙ্গে পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে, ইন্দাস নদীর পানিপ্রবাহ অন্যদিকে সরানোর যেকোনো চেষ্টা “যুদ্ধ ঘোষণার সামিল” হবে।
এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পুলিশ জানিয়েছে, তারা পেহেলগাম হামলার তিনজন সন্দেহভাজনকে শনাক্ত করেছে, যাদের মধ্যে দু’জন পাকিস্তানি নাগরিক।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক ভাষণে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “পেহেলগামের বন্দুকধারীদের পৃথিবীর শেষ প্রান্ত থেকেও খুঁজে বের করা হবে।”
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। এক সোশ্যাল মিডিয়া বার্তায় তারা অভিযোগ করেছে, কাশ্মীরে ৮৫ হাজারের বেশি “বহিরাগত” বসতি স্থাপন করায় তারা অসন্তুষ্ট এবং এটি “জনসংখ্যাগত পরিবর্তন ঘটানোর ষড়যন্ত্র”।