রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক, আজেবাজে পোস্ট

ভারতের বিরোধী দল কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় অ্যাকাউন্টটি হ্যাক করা হয়।
হ্যাকাররা রাহুলের অ্যাকাউন্ট থেকে আজেবাজে পোস্ট করে। তাঁর প্রোফাইল ছবিও পরিবর্তন করা হয়।
অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর একের পর এক আটটি বার্তা পোস্ট করা হয়। এর মধ্যে একটিতে লেখা ছিল, ‘আমার পরিবারের সদস্যরা দুর্নীতিগ্রস্ত…মানসিকভাবে ধীর…।’
তবে টুইটার বার্তাগুলো এক ঘণ্টার মধ্যেই মুছে ফেলে হ্যাকাররা। কিন্তু পরক্ষণেই আবার নতুন টুইট করা হয়।
পরে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করে বার্তাগুলো মুছে ফেলা হয়।
এ বিষয়ে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজওয়ালা এক টুইট বার্তায় বলেন, ‘(রাহুলের অ্যাকাউন্ট) হ্যাক হয়েছে। এই ধরনের হীন কৌশল কখনই রাহুলের বজ্রকণ্ঠকে দমাতে পারবে না; কখনই গণমানুষের সমস্যাগুলো তুলে ধরা থেকে তাঁকে বিরত রাখতে পারবে না।’
কংগ্রেসের গণমাধ্যম সমন্বয়কারী প্রণব ঝা বলেন, ‘রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। আমরা শহর পুলিশের সাইবার সেলে এ বিষয়ে একটি মামলা করব।’