টাইফুনের কারণে নারিতা বিমানবন্দরে আটকা পড়েছিল ১৭ হাজার যাত্রী

শক্তিশালী টাইফুন সরাসরি টোকিওতে আঘাত হানায় সোমবার রাতে নারিতা বিমানবন্দরে প্রায় ১৭ হাজার যাত্রী আটকা পড়েন। টাইফুনের হানায় টোকিওর পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়ে। কর্মকর্তারা মঙ্গলবার এ কথা জানান।
এতে একশর বেশি ফ্লাইট বাতিল করা হয়। টোকিও থেকে ৭০ কিলোমিটার পূর্বে নারিতা বিমানবন্দর থেকে টোকিওমুখী সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিমানবন্দরের মুখপাত্র কেই মিয়াহারা মঙ্গলবার ভোরে এএফপিকে বলেন, সোমবার মধ্যরাতে বিমানবন্দরে ১৬ হাজার ৯০০ যাত্রী আটকা পড়ে। সকালে যাত্রীরা বাড়ি ফিরতে শুরু করেছে। কেউ কেউ রেল ও সড়ক পথে তাদের গন্তব্যে যাচ্ছে।
টেকিওর পূর্বদিকে চিবা এলাকায় নারিতা বিমানবন্দর টাইফুন ফ্যাক্সাইয়ের সরাসরি আঘাতের গতিমুখে ছিল। এই ঝড়ের গতি ছিল ঘণ্টায় ২০৭ কিলোমিটার (১২৯ মাইল)।