প্রমোদতরীর সাড়ে ৩ হাজার আরোহীর স্বাস্থ্য পরীক্ষা করছে জাপান

করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তিকে হংকংয়ে নামিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে সাড়ে তিন হাজার আরোহীর একটি প্রমোদতরী আজ মঙ্গলবার পরীক্ষার জন্য পৃথক করে রেখেছে জাপান।
টেলিভিশন ফুটেজে দেখা যায়, ইয়োকোহামা বন্দরে গত সোমবার সন্ধ্যায় ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ জাহাজটির আড়াই হাজার যাত্রী ও এক হাজার ক্রুর স্বাস্থ্য পরীক্ষার জন্য বেশ কয়েকজন কর্মকর্তা জাহাজটিতে প্রবেশ করছে। সংবাদ সংস্থা বাসস এ খবর জানিয়েছে।
হংকংয়ে ২৫ জানুয়ারি ৮০ বছরের এক যাত্রী গুরুতরভাবে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ায় তাঁকে জাহাজ থেকে নামিয়ে দেওয়া হয়।
জাপান সরকারের প্রধান মুখপাত্র ওশহহিদে সুগা গত সোমবার জানান, কর্তৃপক্ষ জাহাজটি পৃথক রেখেছে, সেটি নির্ধারিত সময়ের একদিন আগে ইয়োকোহামা উপসাগরে পৌঁছায়।
জাহাজে মাকে নিয়ে ২০ বছর বয়সী এক নারী যাত্রী বেসরকারি সম্প্রচার সংস্থা টিবিএসকে আজ মঙ্গলবার জানায়, ‘সব যাত্রীকে ভাইরাস পরীক্ষার জন্য তাদের কক্ষে অপেক্ষা করতে বলা হয়েছে।’