চীনের উহানে বিমান পাঠাচ্ছে জাপান : মন্ত্রী

চীনের উহান নগরীতে বিমান পাঠাচ্ছে জাপান। প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় দেশটির মধ্যাঞ্চলীয় নগরী থেকে নাগরিকদের সরিয়ে নিতে মঙ্গলবার রাতে জাপান বিমানটি পাঠাচ্ছে।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতাগি এ তথ্য নিশ্চিত করেছে।
তোশিমিতসু মোতাগি সাংবাদিকদের বলেন, ‘আমরা বিমানের ব্যবস্থা চূড়ান্ত করেছি। চীনও প্রস্তুত রয়েছে বলে আমাদের জানিয়েছে। বিমানবন্দরে নিরাপদ পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘আমরা আজ সন্ধ্যায় উহান বিমানবন্দরের উদ্দেশে প্রথম ফ্লাইট পাঠাচ্ছি। বিমানটিতে করে জাপানের নাগরিকদের পাশাপাশি চীনের জনগণের জন্য মাস্ক ও নিরাপত্তামূলক স্যুট ত্রাণ হিসেবে পাঠানো হবে।’
তোশিমিতসু মোতাগি জানান, চীনের ওই অঞ্চলে থাকা সাড়ে ছয়শ নাগরিকের মধ্যে প্রায় দুইশ জনকে এ বিমানে করে দেশে ফিরিয়ে আনা হবে। তাঁরা দেশে ফেরার আগ্রহ ব্যক্ত করায় এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।