মা হারালেন বাফুফের মিডিয়া ম্যানেজার

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার সাদমান সাকিবের মা মারা গেছেন। আজ রোববার (১১ মে) সন্ধ্যায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাদমানের মা মাহমুদা আক্তার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
মৃত্যুকালে মাহমুদা বেগম দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাতেই ধানমন্ডি মসজিদে জানাজা শেষে তাকে আজিমপুরে কবরস্থানে দাফন করা হয়।
সাদমান সাকিবের মায়ের মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ সভাপতিগণ, কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, সাধারণ সম্পাদকসহ স্ট্যান্ডিং কমিটিগুলোর সকল সদস্য এবং বাফুফের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।