বর্ষসেরা ক্লাব মাদ্রিদ, ফুটবলার ইয়ামাল

ক্রীড়া বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড। ২০০০ সাল থেকে প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ক্রীড়াবিদদের পুরস্কার দেওয়া হয়। স্পেনের রাজধানী মাদ্রিদে আয়োজিত হয়েছে এবারের অনুষ্ঠান। সোমবার (২১ এপ্রিল) রাতে তারার হাট বসে সেখানে।
বর্ষসেরা ক্লাব হিসেবে পুরস্কার নিজেদের করে নিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। গত বছর দারুণ একটা মৌসুম কাটিয়েছে লস ব্লাংকোরা। লা লিগা জয়ের পাশাপাশি নিজেদের করে নেয় চ্যাম্পিয়ন্স লিগ। রেকর্ড ১৫ বারের মতো ইউরোপ সেরার মুকুট ওঠে দলটির মাথায়। যোগ্য দল হিসেবেই তাই বর্ষসেরা ক্লাবের পুরস্কার জিতেছে রিয়াল মাদ্রিদ।
২০২৪ সাল অসাধারণ কেটেছে লামিনে ইয়ামালের। বার্সেলোনার এই স্প্যানিশ তারকা নিজ দেশকে জিতিয়েছেন ইউরোর শিরোপা। বছরব্যাপী ইয়ামাল মেতে ছিলেন রেকর্ড ভাঙা-গড়ার খেলায়। বর্ষসেরা উদীয়মান ফুটবলারের পুরস্কারটা তার হাতে তুলে দিতে খুব বেশি বেগ তাই পেতে হয়নি লরিয়াস কর্তৃপক্ষের।
সাতটি ক্যাটাগরিতে প্রতিবছর পুরস্কার প্রদান করে লরিয়াস। সেরাদের বেছে নেন ৭০ দেশের এক হাজারের বেশি ক্রীড়া সাংবাদিক ভোট দেন। সেখান থেকে সেরাদের সেরা বেছে নেওয়ার দায়িত্ব থাকে লরিয়াস স্পোর্টস একাডেমির ৭১ জন সদস্যের ওপর।