কেন জিম্বাবুয়ে সিরিজে থাকছেন না কোচ মুশতাক?

দুই ম্যাচের টেস্ট সিরিজে জিম্বাবুয়েকে আতিথ্য দেবে বাংলাদেশ। আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে সিরিজটি। সিরিজকে সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন। সিলেটে পুরো দল ও কোচিং স্টাফ নিয়ে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ।
দলের সঙ্গে অবশ্য নেই স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্র অনুসারে জানা গেছে এই খবর। মুশতাকের সঙ্গে বিসিবির চুক্তি এখনও আছে। তবে, এই সিরিজে তার বদলে স্পিন কোচের দায়িত্ব পালন করবেন সোহেল ইসলাম। বিসিবির সঙ্গে বছরে ১৩০ দিন কাজ করার চুক্তি মুশতাকের। মূলত, এই কারণে আসন্ন সিরিজে রাখা হচ্ছে না তাকে।
সাবেক অফ স্পিনার সোহেল ইসলাম সম্প্রতি বাংলাদেশ টাইগার্সের কোচ হিসেবে কাজ করেছেন। বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার। বাংলাদেশ জাতীয় দলেও দেখা গিয়েছিল সোহেলকে। এর আগে সাবেক স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরির অনুপস্থিতিতে জাতীয় দলে একই ভূমিকা পালন করেছিলেন সোহেল।
গত বছর এপ্রিলে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব নেন মুশতাক আহমেদ। তার অধীনে স্পিনাররা বেশ ঝালিয়ে নেন নিজেকে। রিশাদ হোসেনের গড়ে ওঠার পেছনে অবদান আছে ৫৪ বছর বয়সী এই কোচের। বিভিন্ন সময় বাংলাদেশ দলের স্পিনারদের প্রশংসায় ভাসিয়েছেন তিনি।
মুশতাক বলেছিলেন, ‘বাংলাদেশ দলে অনেক ভালো স্পিনার আছে। এখানে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। আমি বিশ্বাস করি, দল হিসেবে বাংলাদেশ খুবই চমৎকার।’