বৃষ্টি-আলোর বাধা পেরিয়ে দ্বিতীয় ইনিংসে এগিয়ে বাংলাদেশ

পুরো দিনে বাধা এসেছে একাধিকবার। প্রথমে বৃষ্টি। সিলেটে সকালজুড়ে হওয়া বর্ষণে ভেস্তে যায় প্রথম সেশন। দ্বিতীয় সেশনটা ঠিকঠাক খেলা হয়েছে। তাতে জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। লিড নিয়ে তৃতীয় সেশন শুরু করে বাংলাদেশ। কিন্তু, তা শেষ করতে পারেনি। এবার বাধা আলোকস্বল্পতা।
বৃষ্টি ও আলোর বাধা পেরিয়ে যতটুকু খেলা হয়েছে, তাতে তৃতীয় দিন শেষে আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বাংলাদেশ এগিয়ে ১১২ রানে। দ্বিতীয় ইনিংসে ৫৭ ওভারে ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। ১১২ রানের লিড নিয়ে আগামীকাল মাঠে নামবেন দুই অপরাজিত ব্যাটার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী অনিক। শান্তর নামের পাশে যোগ হয়েছে ৬০ রান, জাকেরের ২১।
২৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন মাঠে নামে বাংলাদেশ। ১ উইকেটে ৫৭ থেকে ৭৩ রানে ঘটে দ্বিতীয় উইকেটের পতন। লিড নেওয়ার আগেই সাজঘরের পথ ধরেন জয়। তাকে বিদায় করেন ব্লেসিং মুজারাবানি। ৩৩ রান আসে তার ব্যাট থেকে। ফিফটির সম্ভাবনা জাগিয়ে বিদায় নেন মুমিনুলও। ৪৭ রান করে আউট হন ভিক্টর নায়ুচির বলে। এর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে মিলে ৬৫ রানের জুটি গড়েন মুমিনুল। তার বিদায়ে ক্রিজে আসেন মুশফিকুর রহিম। ৪ রান করা মুশফিককে ফেরান মুজারাবানি।
৪ উইকেটে ১৫৫ রানে আজকের শেষ সেশন শুরু করে বাংলাদেশ। ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে বিকেলে কোনো উইকেট যেতে দেননি শান্ত ও জাকের। এর মধ্যে অর্ধশতক তুলে নেন অধিনায়ক শান্ত। তার ফিফটি ও দলের লিড, কাল শুরু করার আগে অনুপ্রেরণা আছে ভালো করার।