‘মায়ের পেনশন থেকে মাসে ১৭ হাজার টাকা দিতাম সানাইকে’

আলোচিত মডেল সুপ্রভা মাহবুব বিনতে সানাই মাহবুব যৌতুক দাবির পাশাপাশি শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ এনে তার স্বামী আবু সালেহ মুসার বিরুদ্ধে মামলা করেছেন। গতকাল বুধবার (৬ আগস্ট) আদালত মামলাটি গ্রহণ করে আসামিকে হাজির হতে সমন জারি করেছেন।
মামলায় অভিযোগ করা হয়, বিয়ের সময়ে সানাই মাহবুবের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আসবাবপত্র ও ১৫ ভরি সোনা দেওয়া হয়। পরে চাকরির পাশাপাশি ব্যবসা করবে জানিয়ে স্বামী আবূ সালেহ মূসা টাকা চান। সেসময় সানাই নিজের ১২ লাখ টাকা ও বাবার কাছ থেকে আরও ৭ লাখ টাকা এনে দেন। কিন্তু সেই টাকা সালেহ মুসা খরচ করে ফেলেন। পরবর্তীতে তিনি সানাইয়ের কাছ থেকে ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন। সেটি দিতে অস্বীকার করলে সানাইয়ের ওপর শারীরিক-মানসিক নির্যাতন চালান। টাকা না দিলে সংসার না করার হুমকি দেন।
সানাইয়ের অভিযোগ, সংসার টিকিয়ে নিতে বিষয়টি একাধিকবার পারিবারিক ও সামাজিকভাবে সমাধানের চেষ্টা করেছেন। কিন্তু তার স্বামী ২২ লাখ টাকা দাবি করেই যাচ্ছেন। সংসার চালিয়ে নিতে গত ৭ ও ২২ জুলাই স্বামীকে লিগ্যাল নোটিশ পাঠান তিনি। নোটিশ পাওয়ার পরও সানাইয়ের আফতাবনগরের বাসায় গিয়ে মূসা টাকা দাবি করেন এবং না দিলে সংসার করবেন না বলে জানিয়ে দেন।
অন্যদিকে একই দিন সন্ধ্যায় নীলফামারীর কিশোরগঞ্জে এনটিভি অনলাইনের সঙ্গে আলাপকালে সানাইয়ের অভিযোগ অস্বীকার করেন আবু সালেহ মুসা।
তিনি বলেন, সে যেসব অভিযোগ তুলেছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি ব্যবসার জন্য কখনও তার কাছ থেকে টাকা নিইনি। বরং চাকরি না থাকলেও প্রতিমাসে তাকে বাসাভাড়া ও অন্যান্য খরচ পাঠাতাম। আমার মায়ের পেনশন থেকে মাসে ১৭ হাজার টাকা দিতাম।
মুসার দাবি, আমার চাকরি চলে যাওয়ার পর থেকেই সানাই আমাকে এড়িয়ে চলতো। বলত, তোমার চাকরি আছে নাকি? আমি শুধু চাইছিলাম সে আমার পাশে থাকুক। এমনকি বলেছিলাম, রংপুরে এসে একসঙ্গে থাকি। কিন্তু সে আসেনি।
তিনি বলেন, আমি কখনো তাকে আঘাত করিনি। সে নিজেই চাকরি করে, কিন্তু আমি অফিসে যেতে চাইলে সে বাধা দেয়। আমাকে বলত, আমি সেলিব্রিটি, আমার ওপর অনেক লোক আছে, এই বলে ভয় দেখাত।
মুসা আরও জানান, কিছুদিন আগে তার বাবা মারা গেছেন। মায়ের অসুস্থতার কারণে তিনি গ্রামে রয়েছেন। এ কারণে সাময়িকভাবে খরচ কম দিতে হয়েছে। কিন্তু সেটা নিয়ে মামলা করবে, এটা কল্পনাও করিনি।
বিয়ের মোহরানার পরিমাণ প্রসঙ্গে মুসা বলেন, তার মোহরানার চার লাখ টাকা আমি দিয়েছি। অথচ আজ সে বলছে আমি যৌতুক চেয়েছি।
সানাই ও মুসা ২০২২ সালের ২৭ মে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরিচালক গাজী মাহবুবের হাত ধরে ‘ভালোবাসা ২৪×৭’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করে শোবিজে পা রেখেছিলেন মডেল সানাই মাহবুব। বিভিন্ন অভিযোগে পুলিশি জিজ্ঞাসাবাদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায় ছিলেন তিনি।