‘পরিবারগুলোকে কঠিন সময় পার করার শক্তি দেন’

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান (এফটি-৭ বিজিআই) বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আহতের সংখ্যা দেড় শতাধিক। এ ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে।
স্কুল শিক্ষার্থীদের এমন হতাহতের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শোকের মাতম। যার রেশ ছুঁয়ে গেছে তারকাদের মাঝেও। দেশের এমন মর্মান্তিক এ ঘটনায় হতাতহ সকলের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চিত্রনায়ক শাকিব খান।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফেসবুক স্ট্যাটাসে শাকিব খান লিখেছেন, ‘আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন।’
এই নায়ক লিখেন, ‘রাজধানীর উত্তরার একটি শিক্ষা প্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানাই।’
তার কথায়, ‘মহান আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেন।’