স্মার্ট প্রেজেন্টেশন দিতে চান, জেনে নিন পাঁচ কৌশল

জীবনের প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ একটি দক্ষতা হলো প্রেজেন্টেশন। তাই এ বিষয়ে আমাদের দক্ষ হয়ে ওঠা খুব জরুরি। প্রেজেন্টেশনের ধরন ও স্লাইড যত বেশি সাধারণ হবে, শ্রোতার কাছে ততই প্রেজেন্টেশনের গ্রহণযোগ্যতা বেশি পাওয়া যাবে। চলুন জেনে নেওয়া যাক ভালো প্রেজেন্টেশন তৈরি করা বা দেওয়ার কৌশল সর্ম্পকে।
—পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরির আগের রাতে লম্বা লাইনের মাধ্যমে স্লাইড বানানো যাবে না। স্লাইডে থাকবে কোন একটা বিষয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলার কিওয়ার্ডসহ ইঙ্গিত এবং টিপস। যাতে ওইসব হিন্টস দেখলে আপনি ওই পয়েন্ট নিয়ে কিছু কথা বলতে পারেন।
— প্রেজেন্টেশনের সময় বার বার একই বিষয় উল্লেখ করা যাবে না। এমনটি করলে প্রেজেন্টারের কথা কেউ শুনবে না। প্রেজেন্টারকে সবসময় খেয়াল রাখতে হবে শ্রোতারা তার কথা শুনছেন কি না। শ্রোতাদের বিষয়বস্তুর সঙ্গে সম্পৃক্ত রাখাই তার কাজ। বার বার একই বিষয় উল্লেখ করলে শ্রোতারা আকৃষ্ট হন না।
— প্রেজেন্টেশনে শব্দ, বাক্য কিংবা উচ্চারণ ভুল করা যাবে না। কারণ ভুল হলে শ্রোতাদের মনোযোগ নষ্ট হয়ে যায়। তাই প্রেজেন্টেশনের স্লাইডে যা লিখবেন, সেগুলোর বিষয়ে ব্যাকরণ জেনে নিন। আর বানানের ব্যাপারে সচেতন হতে হবে। ব্যাকরণ বা বানানের ক্রটির কারণে পুরো প্রেজেন্টেশন নষ্ট হয়ে যায়।
— গল্প বলার স্টাইলে প্রেজেন্টেশনকে সবার কাছে আকর্ষণীয় করে তুলতে পারেন। এতে প্রেজেন্টেশনে নতুনত্বের সঙ্গে গুরুত্ব বৃদ্ধি পায়। এজন্য যে বিষয়ে কথা বলছেন সেই ব্যাপারে কোনো গল্প বললে শ্রোতারা প্রেজেন্টেশনের প্রতি আগ্রহী হবেন।
— অনেকেই প্রেজেন্টেশনের প্রাসঙ্গিকতা ধরে রাখতে পারে না। প্রাসঙ্গিকতা না থাকলে শ্রোতারা আপনার প্রেজেন্টেশনের প্রতি আকৃষ্ট হবেন না। তাই যে বিষয়ে আপনি কথা বলছেন, কোনোভাবেই সে বিষয়ের বাইরে যাবেন না।