১১ ঘণ্টা পর খুলল চবির মূল ফটকের তালা

বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে ১১ ঘণ্টা পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকের তালা খুলে দিয়েছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চক্রাকারে গাড়ি চালু করার আশ্বাস দিলে তালা খুলে দেওয়া হয়।
এর আগে, গতকাল সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের রেল ক্রসিং এলাকায় কথা কাটাকাটির জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে মারধর করে স্থানীয়রা। পরে সোমবার দিনগত রাত দেড়টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেয় সাধারণ শিক্ষার্থীরা। তবে প্রশাসনের আশ্বাসে ১১ ঘণ্টা পর মূল ফটক খুলে দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয় সিএনজি চালকদের একটি অংশ রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুলতানুল আরেফিনকে মারধর করে। গতকাল সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের রেল ক্রসিং এলাকায় কথা কাটাকাটির জেরে এ মারধরের ঘটনা ঘটে।
মারধরের শিকার শিক্ষার্থী সুলতানুল আরেফিন বলেন, আমি রেলক্রসিংয়ে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলাম। এমন সময় একটি সিএনজি আমার পায়ের ওপর চাকা তুলে দেয়। তখন সিএনজি ড্রাইভারের সাথে আমার কিছুটা বাকবিতণ্ডা হয়। এমন সময় বাইরে থেকে কিছু ছেলে এসে আমার বাইকের সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখা দেখেই গালাগালি এবং মারধর শুরু করে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চক্রাকার গাড়ি চালু করার চিন্তা করছে প্রশাসন। এসব গাড়ি চালু হলে সিএনজি ও ব্যাটারি চালিত রিকশার প্রভাব কমে আসবে।