শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদে চবির মূল ফটকে তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে চবির মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
তবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং পরীক্ষা যথা সময়েই শুরু হয়েছে। শহর থেকে শিক্ষক বাস ও শাটল ট্রেন সঠিক সময়ে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে এসেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফটকের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছে।
শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয় সিএনজি চালকদের একটি অংশ রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুলতানুল আরেফিনকে মারধর করে।
গতকাল সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের রেল ক্রসিং এলাকায় কথা কাটাকাটির জেরে এ মারধরের ঘটনা ঘটে। এরপরই সোমবার দিনগত রাত দেড়টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।
মরধরের শিকার শিক্ষার্থী সুলতানুল আরেফিন বলেন, আমি রেলক্রসিংয়ে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলাম। এমন সময় একটি সিএনজি আমার পায়ের ওপর চাকা তুলে দেয়। তখন সিএনজি ড্রাইভারের সাথে আমার কিছুটা বাকবিতণ্ডা হয়। এমন সময় বাইরে থেকে কিছু ছেলে এসে আমার বাইকের সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখা দেখেই গালাগালি এবং মারধর শুরু করে।
এ বিষয়ে সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থানীয়দের দ্বারা বারবার হামলার শিকার হচ্ছে। শিক্ষার্থীরা চাচ্ছে এই সিন্ডিকেট ভেঙে দিয়ে বিশ্ববিদ্যালয় চক্রাকার বাস চালু করা এবং হামলার সাথে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা। আমি তাদেরকে বুঝিয়ে বলেছি গেট খুলে দেওয়ার জন্য। কিন্তু তারা চাচ্ছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অথরিটির কাছ থেকে আশ্বাস পেতে।’