১০ দিনে প্রবাসী আয় এলো ১১ হাজার কোটি টাকা

চলতি মে মাসের প্রথম ১০ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৯০ কোটি ৩৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ১১ হাজার ২২ কোটি ৫৭ লাখ ৮০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।
আজ সোমবার (১২ মে) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, চলতি মে মাসের প্রথম ১০ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৫৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ৯০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৯ কোটি ৮১ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ১৬ লাখ ১০ হাজার ডলার।
দেশের ব্যাংকগুলোর মধ্যে মে মাসের প্রথম ১০ দিনে একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৭ কোটি ৭১ লাখ ৪০ হাজার ডলার। প্রবাসী আয় আসার দ্বিতীয় অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক। এ ব্যাংকটির মাধ্যমে এসেছে ১৩ কোটি ৭৯ লাখ ৬০ হাজার ডলার।
এরপরের অবস্থানে বাংলাদেশ কৃষি ব্যাংক ৯ কোটি ৮১ লাখ ৫০ হাজার ডলার, জনতা ব্যাংকের মাধ্যমে ছয় কোটি ৯৭ লাখ ৪০ হাজার ডলার, ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ছয় কোটি ২৬ লাখ ৮০ হাজার ডলার এসেছে।