বিএনপি কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রোববার (১১ মে) দিনগত রাত ২টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওয়াজ উদ্দিন বলেন, রাত ২টার দিকে দুর্বৃত্তরা বিএনপির কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কার্যালয় কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ঘটনার পর আমরা থানায় খবর দিয়েছি।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মোজাম্মেল হক মোজাম বলেন, অষ্টমনিষা একটি শান্তিপূর্ণ এলাকা। এ ধরনের সহিংসতা আমরা কখনও সমর্থন করি না। দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।