এবার বাংলামোটর অভিমুখে আন্দোলনকারীদের যাত্রা

ছাত্র-জনতা আজ শনিবার (১০ মে) শাহবাগ থেকে বাংলামোটর মোড় অভিমুখে বিক্ষোভ মিছিলের যাত্রা শুরু হয়। ছবি : এনটিভি
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগের পর এবার বাংলামোটরে গণজমায়েত করবেন ছাত্র-জনতা। আজ শনিবার (১০ মে) রাত ৮টা ৫০ মিনিটে শাহবাগ থেকে বাংলামোটর মোড় অভিমুখে বিক্ষোভ মিছিলের যাত্রা শুরু হয়।
ইতোমধ্যে আন্দোলনকারীরা অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এক ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে ঘোষণা না এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।