নিবন্ধনের আবেদন যাচাই-বাছাই করতে ইসির কমিটি

নিবন্ধন পেতে নতুন রাজনৈতিক দলগুলোর আবেদন যাচাই-বাছাই করতে ১৩ সদস্যের কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই দেওয়া হবে নিবন্ধন সনদ।
সম্প্রতি ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়েছে।
ওই কমিটি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় তথ্য সন্নিবেশনসহ প্রতিবেদন তৈরি করবে। পাশাপাশি এ সংক্রান্ত প্রতিবেদন তৈরি করে নির্বাচন সহায়তা ও সরবরাহ শাখার উপসচিবের কাছে জমা দেবে।
এখন পর্যন্ত যেসব দল নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করেছে তা হলো- বাংলাদেশ জাস্টিস পার্টি (বাজাপা), বাংলাদেশ তৃণমূল জনতা পার্টি, বাংলাদেশ মুক্তি ঐক্যদল, বাংলাদেশ জনশক্তি পার্টি, বাংলাদেশ রক্ষণশীল দল (বিসিপি), জনতা কংগ্রেস পার্টি, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পার্টি, বাংলাদেশ জাতীয় ভূমিহীন পার্টি (বিএমএলপি), বাংলাদেশ রিপাবলিক পার্টি ও বাংলাদেশ জনজোট পার্টি (বাজপা)।