আন্তঃনগর ট্রেনের টিকিটসহ কালোবাজারি আটক

জামালপুরে রেলওয়ের অনলাইন টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে আনোয়ার হোসেন (২৪) নামে এক টিকিট কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
গতকাল রোববার (৪ মে) বেলা ৩টার দিকে জামালপুর রেলওয়ে থানাধীন মেলান্দহ বাজার স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
জামালপুর জেলা রেলওয়ে পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, আনোয়ার হোসেনের কাছ থেকে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ১২টি আসনের টিকিট, একটি স্মার্টফোন এবং টিকিট বিক্রির নগদ ৩০০ টাকা জব্দ করা হয়েছে।
রেলওয়ে পুলিশ জানায়, আনোয়ার গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপে বিজ্ঞাপন দিয়ে ২৫০ টাকার টিকিট ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি করতেন। তিনি নিজের ও পরিচিতদের জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নম্বর ব্যবহার করে গুগল ক্রোম ব্রাউজারে দুটি ভিন্ন আইডি খুলে প্রতিদিন ইসলামপুর-জামালপুর-ঢাকা রুটের আন্তঃনগর ট্রেনের টিকিট সংগ্রহ করতেন।
পরবর্তীতে এসব টিকিট হোয়াটসঅ্যাপের মাধ্যমে আগ্রহী যাত্রীদের কাছে বিক্রি করতেন এবং বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমে টাকা গ্রহণ করতেন। এরপর টিকিটের পিডিএফ কপি মোবাইলফোনে পাঠিয়ে দিতেন। এছাড়াও তিনি বিভিন্ন পরিচিত টিকিট কালোবাজারিদের কাছ থেকেও টিকিট সংগ্রহ করতেন বলে স্বীকার করেছেন।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। রেলওয়ে স্টেশন এলাকাকে নিরাপদ রাখতে আমরা দিনরাত কাজ করছি। কালোবাজারি, পকেটমার, ছিনতাইকারী কিংবা মলম পার্টি কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। ইতোমধ্যে চিহ্নিত কয়েকজনকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে, যার ফলে অপরাধের মাত্রা অনেকটাই কমেছে।