নানা বাড়িতে গিয়ে ট্রাকচাপায় শিশু নিহত

কলমাকান্দা থানা। ফাইল ছবি
নেত্রকোনার কলমাকান্দায় নানার বাড়িতে বেড়াতে এসে ট্রাকচাপায় আব্দুল্লাহ (৯) নামে এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার (৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের হীরাকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার অনন্তপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে।
পুলিশ জানায়, আব্দুলাহ তার মায়ের সাথে তার নানার বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের হীরাকান্দা গ্রামের নানা দুলাল মিয়ার বাড়িতে বেড়াতে আসে। সকালে আব্দুল্লাহ ঘুম থেকে উঠে বাড়ির বাইরে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। আশপাশের লোকজন বিষয়টি দেখে ঘাতক ট্রাক ও চালক মাহমুদুলকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।