মেয়র ঘোষণায় পদক্ষেপ জানতে ইসিতে ইশরাক হোসেন

বিএনপিনেতা ইশরাক হোসেনকে সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করেছেন আদালত। ওই রায়ের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সিইসি কক্ষ থেকে বের হয়ে ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন, নির্বাচনি ট্রাইব্যুনালের একটি রায় আমি পেয়েছি। সেই রায়ের পরবর্তী পদক্ষেপ কী হবে এবং কীভাবে সেটিকে কার্যকর করা হবে, তা নিয়ে আলাপ করতেই আমি সিইসির সঙ্গে দেখা করতে এসেছি।’
ইশরাক হোসেন আরও বলেন, ‘পরবর্তী কার্যক্রম বলতে আদালত থেকে এখানে (ইসি) ফাইল এসেছে। তারপর একটা গেজেট হবে। এর একটা টাইমফ্রেম আছে। তারপর গতকালের নিউজ আপনারা জানেন, ইসি আইন মন্ত্রণালয়ে একটি মতামত চেয়েছেন। সেটারই একটা ফলোআপ করতে আমরা এখানে এসেছি।’
গত মঙ্গলবার (২২ এপ্রিল) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে জানিয়েছিলেন, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করতে হবে কি না, এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপিনেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন আদালত। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।
সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে ইশরাক বলেন, আপনারা অবহিত আছেন যে কয়েকদিন আগে আমি নির্বাচনি ট্রাইবুনালের মামলার একটি রায় পেয়েছি। সেই রায়ের পরবর্তী পদক্ষেপ কী হবে এবং সেটি কীভাবে কার্যকর করা হবে, সেটি আলাপ করার জন্য সিইসি মহোদয়ের কাছে এসেছি।
ইশরাক বলেন, আদালতের আদেশ হচ্ছে রায়ের কপি পাওয়ার ১০ কর্মদিবসের মধ্যে গেজেট প্রকাশ করার। ইসি এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে। এসব নিয়ে আপডেটের জন্য সিইসির সঙ্গে কথা বলেছি। আমি সবকিছু আইন মেনেই করেছি। আইন হচ্ছে নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনি ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করার। সেই সময়ের মধ্যেই করা হয়েছে। পরবর্তীতে নিয়ম হচ্ছে ১৮০ দিনের মধ্যে এটি নিষ্পত্তি করার। কিন্তু আমার অপন্যান্ট ছিলেন তাপস, তিনি বারবার প্রভাব খাটিয়ে রায়কে প্রলম্বিত করেছেন।
কতদিনের জন্য দায়িত্ব পাবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইশরাক হোসেন জানিয়েছেন, মেয়র পদে তার মেয়াদ কতদিন হবে তা গেজেট হওয়ার পর আইনজীবী প্যানেলের সঙ্গে বসে নির্ধারণ করবেন।
ডিএসসিসির ২০২০ সালের নির্বাচনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। গত ২৭ মার্চ সেই ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল। সেই রায়ের এক মাসের মাথায় গত মঙ্গলবার মেয়র হিসেবে ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়েছে ইসি। অনিয়ম ও দুর্নীতি এবং অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএসসিসি নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন। এ মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ আটজনকে বিবাদী করা হয়। এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের বিএনপি নেতা শাহাদাত হোসেন আদালতের রায়ে মেয়র ঘোষিত হলে ইসি তার নামে গেজেট প্রকাশ করে। পরবর্তীতে শপথ নিয়ে তিনি এখন দায়িত্ব পালন করছেন।