বিএনপি মহাসচিবের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের বৈঠক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এনফ্রেল) থাইল্যান্ডের নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেসের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল।
আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি এক ঘণ্টা ১০ মিনিট সময়ব্যাপী চলে।
এনফ্রেল প্রতিনিধি দলটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশের আগামী নির্বাচন বিষয়ক বিস্তারিত আলোচনা করেছেন।
প্রতিনিধি দলের বাকি সদস্যরা হলেন—এনফ্রেলের বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মায়া বতী, প্রচারণা ও সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্দু আবেয়ারথনা ও প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমে।
উল্লেখ্য, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এনফ্রেল) জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে এশিয়ায় গণতন্ত্রীকরণের প্রচার ও সমর্থনের জন্য কাজ করে থাকে। সংগঠনটি ১৯৯৭ সালের নভেম্বরে গঠিত হয়েছে।
এনফ্রেলের প্রধান লক্ষ্য গুলো হলো—আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ মিশন পরিচালনা, নির্বাচনী স্টোকহোল্ডারদের জন্য সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি যেমন— গণতন্ত্রায়ণ, নির্বাচন পর্যবেক্ষক গোষ্ঠী, মিডিয়া এবং অন্যান্য সুশীল সমাজের সংস্থাগুলো যারা নিজ দেশে গণতন্ত্রীকরণের জন্য কাজ করে, তাদের সঙ্গে সমন্বয় করা।
এছাড়াও নির্বাচনী চ্যালেঞ্জ ও গণতন্ত্র বিকাশে সম্মুখীন হওয়া সম্পর্কিত সমস্যাগুলো মোকাবেলার জন্য প্রচারাভিযান এবং পরামর্শ কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্বারোপ করে থাকে সংগঠনটি।