নেতা নয়, জনগণের কামলা হয়ে থাকতে চাই : মোফাজ্জল হোসেন কায়কোবাদ
বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও হুইপ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, নেতা নয়, কুমিল্লা-৩ আসনের জনগণের কাছে কামলা হয়ে থাকতে চাই।
আজ শনিবার (১৯ এপ্রিল) বিকালে মুরাদনগরের আন্দিকুট ইউনিয়নের সামসুল হক কলেজ মাঠে এক জনসভায় বক্তব্যকালে মোফাজ্জল হোসেন কায়কোবাদ একথা বলেন।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ১৯৮৬ সাল থেকে দীর্ঘ ৪০ বছর আপনাদের কামলা হয়ে আছি। আগামীতেও কামলা হয়ে থাকতে চাই। আমি নেতা হতে চাইনা আপনারা আমাকে সংসদ সদস্য বানিয়েছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ।
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, ১৩ বছর দেশের বাইরে ছিলাম। কত ষড়যন্ত্র ছিল। কিন্তু আল্লাহপাক মায়ের পেটে শিশুকে যেমন রাখে, তেমনভাবে রেখেছিল।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, আমাদের নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। দোয়া করতে হবে যেন এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়। যারা এখন ষড়যন্ত্র করছেন নির্বাচনের পর কোথায় যাবেন আপনারা? ইনশাআল্লাহ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে।
মোফাজ্জল হোসেন কায়কোবাদ আরও বলেন, ছাত্রজনতা আন্দোলন করে আওয়ামী লীগকে দেশ থেকে বিদায় করেছে এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আজকে নামধারী কিছু ছাত্র সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। তারা ছাত্র নয়। যারা প্রকৃত ছাত্র তারা এই মহান দায়িত্ব পালনের পর লেখাপড়া নিয়ে ব্যস্ত হয়েছে। আর কিছু ছাত্র আজকে আমাদের সমাজকে কলুষিত করতে চায়। আমাদের প্রকৃত ছাত্রদের লেখাপড়া কে নষ্ট করতে চায়। এটা হতে দেওয়া যাবে না।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, আপনি একজন ভালো মানুষ, আমাদের গর্ব, আপনি আমাদের কলিজার টুকরা। আপনি লক্ষ্য রাখবেন বাংলাদেশের ছাত্রদের নিয়ে যেন কেউ রাজনীতি করতে না পারে। তাদের লেখাপড়া যেন কেউ নষ্ট না করতে পারে।