ইরানের তেল উৎপাদন হতাশাজনক : নতুন বাজার খোঁজার আহ্বান খামেনির

ইরানের তেল উৎপাদন নিয়ে হতাশা প্রকাশ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। পশ্চিমা দেশগুলোর চাপের মুখে থাকা ইরানকে রপ্তানির জন্য নতুন নতুন বাজার খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার (৭ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপি এ সংবাদ জানায়।
মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে এক বৈঠকে খামেনি বলেন, দেশের তেল উৎপাদন অনেক কম। এর কারণ হিসেবে পুরোনো প্রযুক্তি এবং পদ্ধতির কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের অনেক তেল সমৃদ্ধ অঞ্চলের তুলনায় আমরা পিছিয়ে আছি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইরানের তেল শিল্পের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। এর ফলে ইরানের তেল রপ্তানি অনেক কমে যায়। বর্তমানে ইরান তাদের বেশিরভাগ তেল (প্রায় ৯২ শতাংশ) চীনের কাছে বিক্রি করে, তাও আবার কম দামে। এই নির্ভরতা কমাতে খামেনি তেল রপ্তানির জন্য আরও বেশি সক্রিয় হতে এবং নতুন নতুন ক্রেতা খোঁজার কথা বলেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনাও থমকে গেছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তেহরান এখনও আলোচনার জন্য প্রস্তুত আছে।